ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

রণবীর-দীপিকার দূরত্ব!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
রণবীর-দীপিকার দূরত্ব! রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

শিরোনাম দেখে ভুলেও রণবীর কাপুরের কথা ভাববেন না। প্রাক্তন প্রেমিকা রণবীর কাপুর নয়, বরং নিজের বর্তমান প্রেমিক রণবীর সিংয়ের কাছ থেকেই দূরে দূরে থাকছেন দীপিকা পাড়ুকোন।

কারণ প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নাকি সবসময় হাসি-ঠাট্টাই করছেন রণবীর!

কিছুদিন আগেই খবর বেরিয়েছিলো, আগামী বছরের ফেব্রুয়ারিতে আংটি বদল করবেন তারা। তাহলে আবার কি হলো? তারা এখন একসঙ্গে অভিনয় করছেন সঞ্জয়লীলা বনসালীর ‘বাজিরাও মস্তানি’-তে।

কিন্তু শুটিংয়ের ফাঁকে দীপিকা-রণবীর প্রেম তো দূরের কথা, বেশী কথাবার্তাও বলছেন না।
এতে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ছাড়াও রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। রণবীর তাই বরং প্রিয়াঙ্কার সঙ্গেই জমিয়ে আড্ডা দিচ্ছেন। শোনা গেছে, ‘দিল ধড়ক‍ানে দো’ ছবিতে অভিনয় করতে গিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে ভালো বন্ধুত্ব হয়েছে রণবীরের।

এর আগে ‘পিকে’র সাকসেস পার্টিতেও দেখা গিয়েছিল একই দৃশ্য। আমির খানের বহু চেষ্টা সত্ত্বেও দীপিকা-রণবীর পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলতে চাননি। আমিরের দু’পাশে দু’জন দাঁড়িয়ে ছবি তুলেছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
বিএসকে/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।