ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

কলরবের রমজান বরণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
কলরবের রমজান বরণ

ত্যাগ, সংযম ও সাধনার মাস পবিত্র মাহে রমজান। এই রমজানের আগমনকে ঘিরে পুরো মুসলিম বিশ্বে বইছে অন্য এক আবহ।

রমজান ও রমজানের আগমনকে ঘিরে বাংলাদেশেও চলছে নানা আয়োজন, এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের আয়োজনে ভ্রাম্যমাণ মঞ্চে সুসজ্জিত ঘোড়ার গাড়ীতে করে গানে গানে রমজানকে বরণ করা হয়।

সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররম থেকে শুরু হয়ে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সন্ধ্যা ৬টায় এর সমাপ্তি হয়। ঘোড়ার গাড়ীতে শিল্পীরা গানে গানে রমজানের পবিত্রতা ও মাহাত্ম্য তুলে ধরেন। এ সময় তারা নগরবাসীকে রমজানের শুভেচ্ছা ও রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানায়।

ইয়াসিন হায়দার ও ইলিয়াস হাসানের উপস্থাপনায় কলরব পরিচালক রশিদ আহমাদ ফেরদৌসের সভাপতিত্বে এতে সংগীত পরিশেন করেন কাজী আমিনুল ইসলাম, সাঈদ আহমাদ, আবু সুফিয়ান, বদরুজ্জামান, আবু রায়হান, এনামুল হক, ইকবাল মাহমুদ, সাঈদুজ্জামান নুর, ওমর আবদুল্লাহ, হুসাইন আদনান, মাহফুজুল আলম, তাহসিনুল ইসলাম, শামিম আরমান ও আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘন্টা, জুন ১৯, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।