ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

পরিচালক চুমকীর খবর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
পরিচালক চুমকীর খবর নাজনীন হাসান চুমকী / ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অভিনেত্রী নাজনীন হাসান চুমকীকে সবাই চেনেন। কিন্তু যে চুমকী গল্প ভাবেন, মনে মনে বড় করেন চরিত্রগুলোকে; সে চুমকী থাকেন কিছুটা আড়ালেই।

তিনি গল্প লেখেন, লেখেন টিভি নাটকও। ক্যামেরার সামনে থেকে উঠে এসে নিয়ম করে মনিটরের সামনে বসছেন, অর্থাৎ পরিচালনায় নেমেছেন, সেটাও কয়েক বছর হলো।

আসন্ন রোজার ঈদে তার পরিচালিত দু’টি নাটক দেখা যাবে। সম্প্রতি দু’টিরই দৃশ্যধারণ শেষ করেছেন চুমকী। একটির নাম ‘জলফড়িংয়ের ভালোবাসা’। অভিনয়ে আফরান নিশো, বন্যা মির্জা ও প্রসূণ আজাদ। প্রচার হবে চ্যানেল নাইনে।

অন্যটি হলো ‘পিপলুস শো’। শাহাদাৎ হোসেনকে এতে তিনি হাজির করেছেন মূকাভিনয় শিল্পী হিসেবে। এ ছাড়াও আছেন জাকিয়া বারী মম, ডলি জহুর ও মঈন। এটি প্রচার হবে দেশ টিভিতে।

চুমকী জানাচ্ছেন, এখনও পর্যন্ত এ দু’টোই ঠিক হয়ে আছে ঈদে প্রচারের জন্য। তবে ঈদ আসতে আসতে এ সংখ্যা আরও বাড়তে পারে।

বাংলাদেশ সময় : ১৯২৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।