ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘চিরসবুজ’ বিশ্বজিৎ-সামিনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
‘চিরসবুজ’ বিশ্বজিৎ-সামিনা কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরী

কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরী দু’জনই সংগীতাঙ্গনের দুই চিরসবুজ শিল্পী। ঈদ উপলক্ষে তাদেরকে নিয়ে তৈরি হচ্ছে গল্প ও গানের একটি অনুষ্ঠান।

নাম ‘চিরসবুজ’। আগামী ২০ জুন বিটিভির স্টুডিওতে এর চিত্রায়ন হবে।

অনুষ্ঠানে থাকছে আটটি জনপ্রিয় গান। এর মধ্যে বিশ্বজিৎ গাইবেন ‘কিছুই নাকি দেইনি তোমায়’, ‘মেঘলা মেয়ে’, ‘অন্তর জ্বলেরে জ্বলে’ ও ‘একটা চাঁদ ছাড়া রাত আঁধার কালো’। সামিনা পরিবেশন করছেন ‘ঘুম ঘুম চোখ’, ‘আচ্ছা তুমি এমন কেনো বলো তো’, ‘গুনে গুনে এক দুই তিন’ এবং ‘নদীর দুঃখ হয়’।

‘চিরসবুজ’-এর গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনার দায়িত্বে আছেন কবির বকুল। তিনি বাংলানিউজকে জানান, আসন্ন রোজার ঈদে এটি বিটিভিতে প্রচার হবে। প্রযোজনা করছেন সৈয়দ জামান।

বাংলাদেশ সময় : ১১৫৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।