ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

শন পেন ও শার্লিজের ছাড়াছাড়ি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
শন পেন ও শার্লিজের ছাড়াছাড়ি

হলিউড তারকাদের প্রেম আর বিয়ে তাসের ঘরের মতোই ভেঙে যায় যখন-তখন। শন পেন ও শার্লিজ থেরনের ছাড়াছাড়ি হওয়ায় মনে পড়ে গেলো তা।

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল তাদের সম্পর্ক খ‍ুব একটা ভালো যাচ্ছে না। অবশেষে দেড় বছর মন দেওয়া-নেওয়ার পর দু’জনের পথ বেকে গেছে দু’দিকে।

২০১৩ স‍ালের ডিসেম্বরে শন ও শার্লিজ একে অপরের প্রেমে পড়েন। বিয়ের ভাবনা থেকে বাগদানও হয়েছিলো তাদের। কিন্তু এখন তারা আলাদা থাকছেন। সর্বশেষ গত মাসে কান উৎসবের লালগালিচায় তাদেরকে একসঙ্গে দেখা গেছে। এক মাস আগেও ব্রিটিশ ম্যাগাজিন এলেকে শার্লিজ বলেছিলেন, ‘পেন আমার জীবনের ভালোবাসা। ’

৩৯ বছর বয়সী শার্লিজ ও তার পুত্রসন্তান জ্যাকম্যান এখন আছেন হলিউডে তাদের বাড়িতে। অন্যদিকে পেন থাকছেন মালিবু ম্যানসনে। বাড়িটি সম্প্রতি বিক্রির সিদ্ধান্ত নিলেও তা থেকে সরে এসেছেন ৫৪ বছর বয়সী এই অভিনেতা। সম্প্রতি লসঅ্যাঞ্জেলেসে ব্রেন্টউডে একাকী দেখা যায় তাকে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।