ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

পাঁচ চ্যানেলে ‘দিয়াস কিচেন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, জুন ২০, ২০১৫
পাঁচ চ্যানেলে ‘দিয়াস কিচেন’

রমজান মাসজুড়ে দেশের পাঁচটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘দিয়াস কিচেন’। ১০ মিনিট ব্যাপ্তির এ আয়োজন উপস্থাপনা করেছেন কুলিনারী এক্সপার্ট অ্যান্ড সেফ দিয়া ফারহানা।

গ্রন্থনা ও গবেষণায় দিয়াস কিচেন।

জানা গেছে, এনটিভিতে প্রতিদিন রাত ১টা, চ্যানেল নাইনে প্রতিদিন রাত ৮টা, এসএ টিভিতে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিট, জিটিভিতে সন্ধ্যা ৬টা ও যমুনা টিভিতে দুপুর ১২টা ৪৫ মিনিটে প্রচার হচ্ছে ‘দিয়াস কিচেন’।  

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শাহরিয়ার শাকিল। তিনি বলেন, ‘এর মাধ্যমে দর্শকরা প্রতিদিন সেহরি, ইফতার ও রাতের খাবারের রেসিপি পাবেন। আমরা চেষ্টা করেছি স্বাস্থ্যসম্মত হালাল খাবারের রেসিপি দেওয়ার। আশা করি, দর্শকরা পুরো রমজান মাসজুড়ে এটি উপভোগ করবেন। ’

বাংলাদেশ সময় : ১১৩৩ ঘণ্টা, জুন ২০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।