ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ক্রিকেট নিয়ে তৌকীর-শিমুর ‘বাজি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জুন ২০, ২০১৫
ক্রিকেট নিয়ে তৌকীর-শিমুর ‘বাজি’ তৌকীর আহমেদ ও সুমাইয়া শিমু

মাঠে খেলা চলে। চায়ের দোকান, পুরনো রেস্তোরাঁ, মেস-বাড়ির আড্ডায় উচ্ছ্বাস উড়ে এসে জুড়ে বসে।

মাঝে মধ্যে এ মনোযোগ খেলা থেকে সরে গিয়ে আটকে পড়ে অন্যকিছুতে- বাজিতে। ম্যাচে, বলে, ওভারে, উইকেটে, রানে- বাজি ধরা চলতে থাকে। সে এক অদ্ভুত উত্তেজনা, ভয়ংকর নেশা!

বাজির এ উত্তেজনাই ফ্রেমে ফ্রেমে তুলে এনেছেন আশুতোষ সুজন। বাজিকে কেন্দ্র করে গল্প বানিয়ে ফেলেছেন। দৃশ্যধারণও শেষ।

দেশের মাটিতে চলছে বাংলাদেশ-ভারত সিরিজ। কিছুদিন আগে তুলোধুনো হলো পাকিস্তান। দক্ষিণ আফ্রিকারও সফরে আসার দিন ঘনিয়ে এসেছে। এখনই তো ‘বাজি’র সময়!

‘বাজি’তে অভিনয় করেছেন তৌকীর আহমেদ ও সুমাইয়া শিমু। গল্পের প্রেক্ষাপট পুরান ঢাকা। সেখানেই হয়েছে দৃশ্যধারণ। এটি প্রচার হবে আসন্ন রোজার ঈদে।

বাংলাদেশ সময় : ১২২০ ঘণ্টা, জুন ২০, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।