ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ভালো আছি ভালো থেকো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জুন ২০, ২০১৫
ভালো আছি ভালো থেকো রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

প্রেম ও দ্রোহের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ২৫তম প্রয়াণ দিবস আগামী ২১ জুন। এই অকালপ্রয়াত কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ওপর তৈরি হয়েছে তথ্যচিত্র ‘ভালো আছি ভালো থেকো’।



এতে কবিকে নিয়ে স্মৃতিচারণ করেছেন কবি নুরুল হুদা, কবি অসীম সাহা, কবি কামাল চৌধুরী, কবি মোহন রায়হান, কথাশিল্পী ইসহাক খান এবং তার পরিবার-স্বজন। এ ছাড়া তথ্যচিত্রের জন্য ‘ভালো আছি ভালো থেকো’ গানটি গেয়েছেন প্রখ্যাত অভিনেতা শংকর সাঁওজাল।

চ্যানেল টোয়েন্টিফোরে ২১ জুন রাত সাড়ে ৮টায় প্রচার হবে এটি। প্রযোজনায় শাহেদ সীমান্ত।

বাংলাদেশ সময় : ১৩৩১ ঘণ্টা, জুন ২০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।