ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ের কথা ভেবে শহীদের না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জুন ২০, ২০১৫
বিয়ের কথা ভেবে শহীদের না শহীদ কাপুর

বিয়ে ঠিকঠাক, তাই এখন থেকে আর ক্যামেরার সামনে চুম্বন দৃশ্যে অভিনয় করবেন না শহীদ কাপুর। আগামী ১০ জুলাই দিল্লির মেয়ে মীরা রাজপুতের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি।



যদিও অভিনেতা হিসেবে এতোদিন কোনো বিধিনিষেধ ছিলো না শহীদের। তবে বিয়ে পরিবর্তন আনছে তার নীতিতে। জানা গেছে, প্রতিটি ছবির চুক্তিনামায় চুম্বন দৃশ্য না রাখার শর্ত জুড়ে দেবেন ৩৪ বছর বয়সী এই অভিনেতা।

মীরার পরিবারের কেউ চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত নন। তাই পর্দায় চুমুর দৃশ্যে কাজ করে স্ত্রীকে অস্বস্তিতে ফেলতে চান না শহীদ।

এর মাধ্যমে শহীদ যোগ দিলেন সালমান খান ও সোনাক্ষী সিনহার দলে। বলিউড তারকাদের মধ্যে তারা অনেকদিন ধরেই চুম্বন কিংবা অন্তরঙ্গ দৃশ্যে কাজ করা থেকে বিরত থাকেন।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জুন ২০, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।