ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

মোবারক হোসেন সেলিমের ‘এবং হৃদকথন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জুন ২০, ২০১৫
মোবারক হোসেন সেলিমের ‘এবং হৃদকথন’ মোবারক হোসেন সেলিম

ঢাকা: বাংলা ও বাঙালির চিরায়ত চিৎপ্রকর্ষের সুরধ্বনির শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন সেলিমের আবৃত্তির অডিও সিডি ‘এবং হৃদকথন’।

আবৃত্তিগুলো হলো- ‘গণকবর শিল্প’, ‘ঢাকা ঢাকা’, ‘মমতার বাঁশি’, ‘ইতিহাস হান্দাইয়া’, ‘ধরিয়ে দিন’, ‘পূর্ণিমার পূর্ণিমায়’, ‘রোগ নির্ণয়’, ‘হযরত মোহতারেমা’, ‘প্রতীক্ষায়’, ‘সনজীদা খাতুন’ ও ‘বাংলাদেশ বাংলাদেশ’।

  আবৃত্তিতে কণ্ঠ দিয়েছেন রুহি, ইমরান, রিপা, অর্পি, সোহেল, শিশির, নিশান ও রানি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ঢাকার শহরে ইংরেজদের বসবাস, ইতিহাস, সমসাময়িক রাজনীতি, নির্যাতন, চিকিৎসা, শিক্ষা, জঙ্গীবাদ, সন্তানের মায়া মমতা ও দেশাত্ববোধ নিয়ে এসব কবিতা লিখেছেন মোবারক হোসেন সেলিম।

মোবারক হোসেন সেলিম রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর গ্রামের মরহুম এস.এম. মোতাহার হোসেন মিয়ার ছেলে। বর্তমানে রাষ্ট্রায়ত্ব অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে প্রধান কার্যালয়ে কর্মরত আছেন তিনি।  

১৯৭১ সালে শহীদ খাইরুল জাহানের নেতৃত্বে খাইরুল কোম্পানির সঙ্গে কিশোরগঞ্জের সংলগ্ন এলাকায় বিভিন্ন স্থানে পাকিস্তানি হানাদার বাহিনীর বিপক্ষে সরাসরি সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেলিম।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জুন ২০, ২০১৫
এসই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।