ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

রাজশাহীর পবায় ‘কৃষকের ঈদ আনন্দ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জুন ২১, ২০১৫
রাজশাহীর পবায় ‘কৃষকের ঈদ আনন্দ’

রাজশাহীকে বলা হয় দেশের আমের রাজধানী! সেখানেই এবার ধারণ করা হয়েছে ‘কৃষকের ঈদ আনন্দ’। রাজশাহীর পবা উপজেলার দামকুড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত ১৪ জুন চ্যানেল আইয়ের আয়োজনে এর চিত্রায়ন হয়।

পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

চলতি ফলের মৌসুমকে বিবেচনায় রেখে আম চাষ এবং আমের ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এ আয়োজনে রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের আমের ইতিহাস ও ঐতিহ্য। একই সঙ্গে উঠে এসেছে এ বছর আমের চাষ ও ফলনসহ আমকেন্দ্রিক নানা বিষয়।

গত ১০ বছরের ধারাবাহিকতায় ‘কৃষকের ঈদ আনন্দ’তে এবারও থাকছে সাতটি খেলা। এগুলো হচ্ছে আম পেড়ে সাঁকো পার, আম খাওয়া, ঝুড়িতে আম নিক্ষেপ, ঝিনুক দিয়ে আমছোলা ও বউ সাজানো, বাচ্চাদের আম দৌড়, তৈলাক্ত কলাগাছ বেয়ে উঠা ও বালিশ লড়াই। থাকছে রাজশাহীর ঐতিহ্য, স্মৃতি ও প্রসিদ্ধ বিষয় নিয়ে প্রামাণ্যচিত্র। ‘কৃষকের ঈদ আনন্দ’ চ্যানেল আইতে প্রচার হবে আসন্ন রোজার ঈদের পরদিন বিকেল সাড়ে ৪টায়।

বাংলাদেশ সময় : ১৩০৭ ঘণ্টা, জুন ২১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।