ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

এই ঈদে নির্মাতা শাওন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এই ঈদে নির্মাতা শাওন মেহের আফরোজ শাওন / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অভিনয়ের চেয়ে এখন নির্মাণকেই প্রাধান্য দিচ্ছেন মেহের আফরোজ শাওন। এর ফলে এবারের রোজার ঈদে তার পরিচালিত তিনটি কাজ থাকছে।

এর মধ্যে নাটক দুটি, টেলিছবি একটি। কোনোটি হুমায়ূন আহমেদের পুরনো নাটকের রিমেক, কিংবা তার উপন্যাস অবলম্বনে নির্মিত।

টেলিছবি ‘প্রিয় পদরেখা’র কাজ আগেই হয়ে গেছে। এতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মনিরা মিঠু, ঝুনা চৌধুরী, ইরেশ যাকের ও শবনম ফারিয়া। ঈদের তৃতীয় দিন দুপুরে চ্যানেল আইতে দেখানো হবে এটি।

এবার শাওন পরিচালনা করলেন হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘তিথির নীল তোয়ালে’। নাট্যরূপ দিয়েছেন লুৎফর রহমান নির্ঝর। এ নাটকে নাম ভ‚মিকায় দেখা যাবে জোহরা ইতিশাকে। এ ছাড়াও আছেন রিয়াজ, মীর সাব্বির, লায়লা হাসান, হাসান ইমাম ও ঝুনা চৌধুরী। চ্যানেল আইতে ঈদের দিন ৭টা ৫০ মিনিটে প্রচার হবে এটি।

সামনে শাওন পরিচালনা করবেন নাটক ‘ভালোবাসার গল্প’। এর নাট্যরূপ দিয়েছেন মারুফ রহমান। এতে অভিনয় করবেন শবনম ফারিয়া, সাব্বির, স্বাধীন খসরু ও ফারুক আহমেদ। আগামী ৪ থেকে ৬ জুলাই উত্তরার লাবণী অথবা হৈচৈ বাড়িতে তারা কাজ করবেন। এটি প্রচার হবে বাংলাভিশনে।  

বাংলাদেশ সময় : ১৬২০ ঘণ্টা, জুন ২১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।