ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

পার্থ বড়ুয়ার ‘শুদ্ধতা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, জুন ২১, ২০১৫
পার্থ বড়ুয়ার ‘শুদ্ধতা’ পার্থ বড়ুয়া

গায়ক-অভিনেতা পার্থ বড়ুয়া ‘শ্রাবণের বৃষ্টি’ নামের একটি নাটকে অভিনয়ের পাশাপাশি একটি গানও করেছিলেন। ‘শুদ্ধতা’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও তার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হলো আজ রোববার (২১ জুন)।

ফেসবুকে নিজের ফ্যানপেজেও এটি শেয়ার করেছেন তিনি।

গানটি লিখেছেন নাটকটির পরিচালক ইমরাউল রাফাত। সুর ও সংগীত পরিচালনা পার্থর। তিনি বললেন, ‘নাটকের জন্য গানটির অংশবিশেষ করেছিলাম। নাটকটি প্রচারের পর এ গানের জন্য অনেক সাড়া পেয়েছি। ভক্তদের অনুরোধে গানটির পূর্ণাঙ্গরূপ রেকর্ডিং করে ভিডিও তৈরি করেছি। ’

‘শ্রাবণের বৃষ্টি’ নাটকে পার্থর সহশিল্পী ছিলেন সাদিয়া ইসলাম মৌ, স্পর্শীয়া ও আজাদ।

এদিকে ‘শুদ্ধতা’সহ নতুন ছয়টি গান তৈরি করেছেন পার্থ। বিষয়ভিক্তিক গানগুলো নিয়ে বের হবে তার নতুন অ্যালবাম। শিগগিরই এগুলো প্রকাশের পরিকল্পনা রয়েছে তার। এ ছাড়া সোলস ব্যান্ডের চারটি গানের ভিডিও তৈরি হয়েছে। ঈদের আগেই এগুলো প্রকাশ হবে ইউটিউবে।

এসবের বাইরে পার্থ বড়ুয়া এখন অমিতাভ রেজার পরিচালনায় ‘আয়নাবাজি’ ছবিতে অভিনয় করছেন। এতে তার সহশিল্পী চঞ্চল চৌধুরী, নাবিলা, গাউসুল আলম শাওন প্রমুখ।

* ‘শুদ্ধতা’ গানের ভিডিও :


বাংলাদেশ সময় : ২১৫৪ ঘণ্টা, জুন ২১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।