ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ফেসবুকে মৌসুমীর অনুরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জুন ২২, ২০১৫
ফেসবুকে মৌসুমীর অনুরোধ মৌসুমী/ ছবি : নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেসবুকে মৌসুমীর অনেক আইডি। সবটা যে তার নয়, তা ভক্তদের অনেকেরই অজানা।

তারকা প্রিয় হলে, তার জাল জিনিসও আসল মনে হয়! তবে তিনি নিজের নকল আইডি ও ভুয়া ফ্যানপেজ নিয়ে হতাশ।

ফেসবুকে নিজের আসল ফ্যানপেজে আজ সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় ভোর পাঁচটায় ভক্তদের উদ্দেশে মৌসুমী লিখেছেন, ‘ফেসবুকে আমার অসংখ্য ফেক আইডি ও ফেক ফ্যানপেজ আছে। আইডিগুলোতে যে ধরনের পোস্ট দেওয়া হয় তা আমার কথা নয়। তাই আপনাদের অনুরোধ করছি, ফেক ফ্যানপেজ আর ফেক আইডি চোখে পড়লে অনুগ্রহপূর্বক ব্লক করে দেবেন। ’

মৌসুমী এখন স্কটল্যান্ডে ‘প্রেমী ও প্রেমী’ নামের একটি ছবির কাজ করছেন। ১৮ জুন থেকে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও কলকাতার অশোক পাতি পরিচালিত এর দৃশ্যায়ন শুরু হয়েছে। এতে তাকে দেখা যাবে অতিথি চরিত্রে। এ ছাড়াও আছেন এতে আরও আছেন নুসরাত ফারিয়া, কলকাতার অঙ্কুশ।

এর আগে এসএ হক অলিকের ‘হৃদয়ের কথা’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন মৌসুমী। আগামী ৩০ জুনের মধ্যে তার ঢাকায় ফেরার কথা।

বাংলাদেশ সময় : ১০৫৮ ঘণ্টা, জুন ২২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।