ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

শহীদের বিয়েতে তার তিন মা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জুন ২২, ২০১৫
শহীদের বিয়েতে তার তিন মা (বাঁ থেকে) নীলিমা আজমী, সুপ্রিয়া পাঠক, বন্দনা সাজনানি ও শহীদ কাপুর

বিয়ে সবার জীবনেই গুরুত্বপূর্ণ দিন। এদিনে মা-বাবার আশীর্বাদ পাওয়া সব ছেলেমেয়ের স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।

এদিক দিয়ে শহীদ কাপুর নিজেকে ধন্য মনে করতেই পারেন। কারণ তার বিয়েতে হাজির থাকবেন প্রায় সব অভিভাবক। তাকে যিনি গর্ভে ধরেছেন, সেই নীলিমা আজমী তো থাকছেনই। এ ছাড়া শহীদের বাবার বর্তমান স্ত্রী সুপ্রিয়া পাঠকও আসবেন। এ ছাড়া নীলিমার প্রাক্তন স্বামী রাজেশ খাত্তার ও তার বর্তমান স্ত্রী বন্দনা সাজনানি অাশীর্বাদ করতে আসবেন বিয়েতে।

নীলিমার মতোই সুপ্রিয়া আর বন্দনা নিজের ছেলে মনে করেন শহীদকে। তাই সবাইকে মা বলে ডাকেন ৩৪ বছর বয়সী এই অভিনেতা। তাদের মধ্যে সুপ্রিয়াই বিয়ের সব কাজ দেখভাল করছেন। বিয়েতে শহীদের সৎভাই ইশানও (নীলিমার ছেলে) থাকবেন। দু’জনের সম্পর্কটা বন্ধুর মতো। অন্যদিকে ছোটবেলা থেকেই শহীদকে কোলেপিঠে রেখেছিলেন রাজেশ। তিনিও আসবেন বিয়েতে।

আগামী ১০ জুলাই দিল্লির মেয়ে মীরা রাজপুতের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন শহীদ।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, জুন ২২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।