ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ইতালিতে সম্মানিত পামেলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুন ২২, ২০১৫
ইতালিতে সম্মানিত পামেলা পামেলা অ্যান্ডারসন

‘বেওয়াচ’ টিভি সিরিজে সমুদ্র সৈকত ধরে বিকিনি পরে পামেলা অ্যান্ডারসনের দৌড়ানোর দৃশ্যটা কি ভোলা যায়! ৪৭ বছর বয়সী এই কানাডিয়ান অভিনেত্রী প্রাণী অধিকার রক্ষায় বরাবরই সোচ্চার। সামুদ্রিক প্রাণীর সুরক্ষায়ও প্রচার অবদান আছে তার।

এবারই তারই স্বীকৃতি দেওয়া হলো তাকে।

স‍াম‍ুদ্রিক প্রাণী সুরক্ষায় অবদানের জন্য ইতালির জেনোয়ায় সম্মাননা হিসেবে ‘কাউন্টেসা ডি গিগলি’ নামের রাজকীয় উপাধি পেয়েছেন পামেলা। পাশাপাশি তার দুই ছেলে ব্র্যান্ডন ও ডিলানকে দেওয়া হয়েছে সম্মানসূচক নাইট উপাধি। তাদেরকে সম্মাননাগুলো দিয়েছেন মন্টেনেগ্রোর প্রিন্স স্টেফান।

পামেলা এখন ইতালিয়ান ভূমধ্যসাগরীয় প্রাণীদের একটি সংগঠনের সঙ্গে কাজ করছেন।  

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুন ২২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।