ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘রাগ করে রাঙামাটি’তে ছোটকাকু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
‘রাগ করে রাঙামাটি’তে ছোটকাকু আফজাল হোসেন

শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় চরিত্র ছোটকাকু এবার ‘রাগ করে রাঙামাটি’ গেছেন! ছোটকাকু সিরিজের এই গল্প নিয়ে তৈরি হয়েছে আট পর্বের ধারাবাহিক নাটক। নাট্যরূপ ও পরিচালনার পাশাপাশি এতে ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন।



পাহাড়-অরণ্যে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিতে এবার রহস্য উদঘাটন করবেন ছোটকাকু। এতে আরও অভিনয় করেছেন সীমান্ত, অর্ষা, প্রবাল, বিনয়া ও সামিয়া প্রমুখ। সিরিজটি চ্যানেল আইতে আসন্ন রোজার ঈদের আগের দিন থেকে সাতদিন প্রচার হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।

এর আগে ছোটকাকু সিরিজের ‘কক্সবাজারের কাকাতুয়া’, ‘রাজশাহীর রসগোলা’ এবং ‘লেট করে সিলেটে’ ‘রাত বিরাতে সাতক্ষিরাতে’ নির্মিত হয়েছে। ছোটকাকু রহস্য উদঘাটনের চেষ্টা করেছেন সেসব স্থানের ইতিহাস ঐতিহ্যর। এগুলো দর্শকপ্রিয়তাও পেয়েছে।

বাংলাদেশ সময় : ১২৩৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।