ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

জ্যাকি চ্যানের সঙ্গে ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
জ্যাকি চ্যানের সঙ্গে ক্যাটরিনা জ্যাকি চ্যান ও ক্যাটরিনা কাইফ

এবারের কান উৎসবে প্রথমবার অংশ নেওয়ার ফল পাচ্ছেন ক্যাটরিনা কাইফ। তার দুয়ারে চলে এসেছে আন্তর্জাতিক একটি ছবির কাজ।

নাম ‘কুংফু ইওগা’। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ধাঁচের ছবিটিতে তার সহশিল্পী থাকছেন জ্যাকি চ্যান।

জানা গেছে, এতে চীনা বিশ্ববিদ্যালয়ের ভারতীয় অধ্যাপিকার ভূমিকায় দেখা যাবে ক্যাটরিনাকে। জ্যাকি অভিনয় করবেন চীনা প্রত্নতত্ত্ববিদ চরিত্রে। মারধরে ভরপুর ছবিটিতে ৩১ বছর বয়সী এই অভিনেত্রীকে বেশকিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

এই একই ছবিতে আমির খানকে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিলো। কিন্তু সময ফাঁকা না থাকায় বলিউডের এই সুপারস্টার হ্যাঁ বলতে পারেননি। তবে ক্যাটরিনাও এখনো পুরোপুরি রাজি হননি বলে জানান তার মুখপাত্র।

ছবিটি পরিচালনা করবেন হংকংয়ের নির্মাতা স্ট্যানলি টঙ। তিনি এর আগে জ্যাকি চ্যানকে নিয়ে ‘রাম্বল ইন দ্য ব্রনক্স’ নির্মাণ করেন।

বলিউড অভিনেত্রীদের মধ্যে এর আগে মল্লিকা শেরাওয়াত ‘দ্য মিথ’ ছবিতে অভিনয় করেন জ্যাকি চ্যানের সঙ্গে।

বাংলাদেশ সময় : ১৬১৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।