ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

হলিউডের মারপিট পরিচালকের সঙ্গে সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
হলিউডের মারপিট পরিচালকের সঙ্গে সালমান সালমান খান

‘বজরঙ্গি ভাইজান’ ছবির পর সালমান খানের আগামী ছবি দেখতে উন্মুখ হয়ে আছেন দর্শকরা। এর নাম ‘প্রেম রতন ধন পায়ো’।

এটি পরিচালনা করছেন সুরজ বরজাতিয়া। তিনি পারিবারিক বিনোদনমূলক ছবির পরিচালক হিসেবে পরিচিত হলেও নতুন ছবিতে অনেক মারামারির দৃশ্যও রাখছেন।

চমকপ্রদ খবর হলো, মারামারির দৃশ্য সাজানোর জন্য হলিউডের বিখ্যাত স্টান্ট পরিচালক গ্রেগ পাওয়েলকে দায়িত্ব দিয়েছেন সুরজ। ‘হ্যারি পটার’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ও জেমস বন্ড সিরিজের ‘স্কাইফল’ ছবির স্টান্ট দৃশ্য তৈরিতে কাজ করেছেন গ্রেগ। ফলে আশা করা হচ্ছে, ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে রুদ্ধশ্বাস মারামারি করতে দেখা যাবে সালমানকে।

সুরজ বরজাতিয়ার প্রথম তিনটি ছবিতেই কাজ করেছেন সালমান। এগুলো হলো- ‘ম্যায়নে পেয়ার কিয়া’ (১৯৮৯), ‘হাম আপকে হ্যায় কৌন’ (১৯৯৪) এবং ‘হাম সাথ সাথ হ্যায়’ (১৯৯৯)। সব ছবিতেই সল্লুর চরিত্রের নাম ছিলো প্রেম। ১৬ বছর পর আবার সুরজের প্রেম হয়ে পর্দায় হাজির হচ্ছেন ৪৯ বছর বয়সী এই সুপারস্টার।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।