ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সাগরেদের নাটকে ওস্তাদের অভিনয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
সাগরেদের নাটকে ওস্তাদের অভিনয়

নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির সহকারী পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন কাজল আরেফিন অমি। এখন তিনি নিজেই নির্মাতা।

তার নতুন নাটকে অভিনয় করলেন ফাহমি। নাম ‘ফিল ইন দ্য ব্ল্যাংক’।

গল্পে দেখা যায়- অর্থ ও রিমি একে অপরের শুন্যতা অনুভব করে। কিন্তু কেউ কাউকে ভালোবাসার কথা বলতে পারে না। রিমি চায় অর্থ আগে বলুক ভালোবাসার কথা। একইভাবে অর্থও ভাবে, রিমি তাকে ভালোবাসার কথা বলবে। উভয়ের মধ্যেই কাজ করে ইগো সমস্যা। তাদের ভালোবাসা শেষ পর্যন্ত হয় কি-না তা দেখতে অপেক্ষা করতে হবে কোরবানির ঈদ পর্যন্ত। এটি প্রচার হবে একটি বেসরকারি চ্যানেলে।

নাটকে অর্থ চরিত্রে ফাহমি আর রিমির ভূমিকায় দেখা যাবে সোনিয়া হোসেনকে। ছয় বছর পর তারা একসঙ্গে অভিনয় করলেন। এ ছাড়াও আছেন কাজী আসিফ রাহমান।

ফাহমি বলেছেন, ‘এটা ওর তৃতীয় কাজ। নতুন হিসেবে ভালো করেছে। ’ এদিকে অমি বললেন, ‘শুরু থেকেই ভয়ে ছিলাম! তবে ফাহমি ভাই অনেক সহযোগিতা করেছেন। আজ (১৬ আগস্ট) রাত ১১টায় টিজার ছাড়া হবে। এটি সাজানো হয়েছে সব এনজি শট দিয়ে। ’

বাংলাদেশ সময় : ১৫১৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এমএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।