ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

প্রাণীদের শহরের পপতারকা শাকিরা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
প্রাণীদের শহরের পপতারকা শাকিরা! শাকিরা

‘জুটোপিয়া’র জগতে ঢুকলেন শাকিরা। ভাবছেন ‘জুটোপিয়া’টা কী? এটি হলিউডের অ্যানিমেটেড ছবির নাম।

এতে কণ্ঠ দেবেন কলম্বিয়ান এই তারকা। এটি তৈরি করবে ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিও।

গত শুক্রবার এক ভিডিও বার্তায় শাকিরা নিজেই খবরটি জানান। ৩৮ বছর বয়সী এই তারকা কণ্ঠ দেবেন প্রাণীদের শহরের পপতারকা গ্যাজেল চরিত্রে। শহরটিতে প্রাণীকূল মানুষের মতোই কথা বলে ও জীবনযাপন করে।

শুধু সংলাপই নয়, ছবিটির জন্য ‘ট্রাই এভরিথিং’ শিরোনামের একটি গানও গাইবেন শাকিরা। গ্র্যামীজয়ী এই গায়িকা নতুন গানটির অংশবিশেষ জুড়ে দিয়েছেন ভিডিও বার্তার সঙ্গে। এটি তৈরি করেছেন গায়িকা-গীতিকার সিয়া ও সংগীত শিল্পীদ্বয় স্টারগেট।

জানা গেছে, ছবিটিতে হলিউড অভিনেতা জেসন বেইটম্যান আর অভিনেত্রী জিনিফার গুডউইনও কণ্ঠ দেবেন। বাইরন হাওয়ার্ড ও রিচ মুর পরিচালিত ‘জুটোপিয়া’ মুক্তি পাবে আগামী বছরের ৪ মার্চ।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।