ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

দুই বছর পর ‘লাইফ ইজ বিউটিফুল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
দুই বছর পর ‘লাইফ ইজ বিউটিফুল’ নিথর মাহবুব

মূকাভিনয় শিল্পী নিথর মাহবুবের জন্মদিন ১৮ আগস্ট। এ উপলক্ষে তার একক মূকাভিনয় ‘লাইফ ইজ বিউটিফুল’-এর প্রদর্শনী ও মাইম আর্ট সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে মাইম আর্ট।

শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৬টায় শুরু হবে অনুষ্ঠান।

শুরুতে দেশীয় মূকাভিনয় শিল্পের প্রসারে অবদানের জন্য তিনজনকে মাইম আর্ট সম্মাননা-২০১৫ প্রদান করা হবে। অনুষ্ঠানে অতিথি থাকবেন সম্মিলিত সাস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস এবং আবৃত্তি ব্যক্তিত্ব মীর বরকত।

সন্ধ্যা ৭টায় রয়েছে মাইম আর্টের প্রথম প্রযোজনা ‘লাইফ ইজ বিউটিফুল’। রচনা, নির্দেশনা ও অভিনয়ে নিথর মাহবুব। সব শেষে কেক কেটে তার জন্মদিন উদযাপন করা হবে।

জানা গেছে, প্রায় দুই বছরেরও বেশি সময় পরে মাইম আর্টের দর্শকনন্দিত প্রযোজনা ‘লাইফ ইজ বিউটিফুল’-এর মঞ্চায়ন হতে যাচ্ছে। ২০১১ সালে ২৫ মিনিট সময়সীমায় এটি সাজান নিথর মাহবুব। এর দুই বছর পর মাইম আর্ট পূর্ণাঙ্গ প্রযোজনা হিসেবে মঞ্চে আনে এই মূকনাট্য।

বাংলাদেশ সময় : ১৩৪৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।