ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

তিনজনের ‘প্রেমকাব্য’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
তিনজনের ‘প্রেমকাব্য’ শফিক তুহিন, ইমরান ও বেলাল খান

শফিক তুহিন, ইমরান ও বেলাল খান- এ তিন সংগীতশিল্পী একত্র হলেন একটি মিশ্র অ্যালবামের জন্য। নাম ‘প্রেমকাব্য’।

তারা প্রত্যেকে তিনটি করে গান গাইবেন। এর মধ্যে দুটি করে একক ও একটি করে দ্বৈত।

শফিক তুহিন, ইমরান ও বেলালের পাশাপাশি অ্যালবামের গানগুলোর সুর-সংগীত করবেন সজীব দাশ, ফাজবীর তাজ, রাফি, মার্শাল প্রমুখ। সব গান লিখেছেন ফয়সাল রাব্বিকীন। তিনিই সমন্বয় করছেন এটি। কোরবানির ঈদ উপলক্ষে অ্যালবামটি বাজারে আনবে ঈগল মিউজিক।

এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘এটা ভালো একটি পরিকল্পনা। ’ তার সঙ্গে সুর মিলিয়ে শফিক তুহিন বলেন, ‘তিন জন শিল্পী নিয়ে অ্যালবাম সাজানোর প্রবণতা এখন খুব একটা দেখা যায় না। তাই উদ্যোগটা ভালো লেগেছে। ’ 

বাংলাদেশ সময় : ১৩০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।