ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বাসরঘরে অপি করিম!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
বাসরঘরে অপি করিম! অপি করিম

ছবিতে বাসরঘর। অপি করিম অপেক্ষা করছেন।

সজলের জন্য। এর আগের অধ্যায়ে অপিকে দেখে মুগ্ধ সজল। তারপর প্রতিদিনই অপেক্ষা। একপর্যায়ে যা হয়, ভালো লাগা পরস্পরকে। এ সম্পর্ক গড়ায় বিয়েতে। সে দৃশ্যই দেখা যাচ্ছে।

কিন্তু এ দৃশ্য বর্তমানের নয়। অতীতের। জানালেন রতন-রিপন। অপি করিম ও সজলকে নিয়ে নাটক নির্মাণ করছেন এ পরিচালকদ্বয়। নাম ‘এক বিকেলের সুখ-দুঃখ’। জানালেন, বিয়ে বেশিদিন টেকে না। আলাদা হয়ে যায় দু’জনে। তারপর শুরু হয় অপির একা নারীর একা সংগ্রামের গল্প।

এতে অপি করিম আর সজল ছাড়াও অভিনয় করেছেন মনিরা মিঠু। রাজধানীর বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণ চলছে। গল্প আনিস চৌধুরীর, চিত্রনাট্য লিখেছেন সাগর জাহান। আগামী ঈদে এনটিভিতে প্রচার হবে নাটকটি।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।