ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

প্রথম দিন দায়িত্বজ্ঞানহীন ছিলেন কঙ্গনা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
প্রথম দিন দায়িত্বজ্ঞানহীন ছিলেন কঙ্গনা! কঙ্গনা রনৌত

টানা কয়েকটি ছবির ব্যবসায়িক সাফল্য আর প্রশংসায় কঙ্গনা রনৌতের বৃহস্পতি এখন তুঙ্গে বলা চলে। তবে বলিউডে তার প্রথম দিনটা তেমন সুখকর ছিলো না।

কারণ ক্যামেরার সামনে পয়লা দর্শনেই তাকে হজম করতে হয়েছে ‘দায়িত্বজ্ঞানহীন’ অপবাদ!

ভারতের এক রেডিও স্টেশনে প্রথম দিনের কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে খবরটা দিলেন কঙ্গনা নিজেই। তার প্রথম ছবি অনুরাগ বসুর ‘গ্যাংস্টার’। দক্ষিণ কোরিয়ার সিওলে দৃশ্যধারণের প্রথম দিন ছিলো তার জন্য অদ্ভুত। ২৮ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘অনুরাগ আমাকে একটি নির্দিষ্ট জায়গা থেকে হেঁটে আসতে বলেন। আমি হাঁটতে শুরু করি। কেউ আমাকে না থামানোর কারণে হাঁটতে হাঁটতে ফ্রেমের বাইরে চলে গিয়েছিলাম। এজন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে। আমাকে তারা দায়িত্বজ্ঞানহীন বলায় ভেঙে পড়েছিলাম। শেষমেষ এমরান হাশমি এসে আমাকে সাহস জোগান। ’

এদিকে ‘কাট্টি বাট্টি’ ছবিতে কাজ করার জন্য সালমান উদ্বুদ্ধ করেছেন জানিয়ে কঙ্গনা বলেন, ‘কুইন মুক্তির পর নারীকেন্দ্রিক প্রচুর ছবির চিত্রনাট্য আসছিলো আমার কাছে। আমি সাধারণত কেন্দ্রীয় চরিত্রে কাজ করতে চাই। জানি না কাট্টি বাট্টি কেমন লাগবে দর্শকদের। তবে সালমানকে আমি বিশ্বাস করি। ’

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।