ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ধোনির বউ হচ্ছেন জুহি চাওলার ভাতিজি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
ধোনির বউ হচ্ছেন জুহি চাওলার ভাতিজি! কিয়ারা আদভানি

মহেন্দ্র সিং ধোনির জীবন অবলম্বনে বলিউডে তৈরি হচ্ছে একটি ছবি। এতে ভারতীয় ক্রিকেটের সফল অধিনায়ক চরিত্রে আগেই নির্বাচিত হয়ে গেছেন সুশান্ত সিং রাজপুত।

তবে ধোনির স্ত্রী সাক্ষী কে হবেন তা নিয়ে কয়েক মাস ধরে চলছিলো জল্পনা। অবশেষে তাকে চূড়ান্ত করেছেন পরিচালক নীরাজ পান্ডে। কিয়ারা আদভানিকে দেখা যাবে সাক্ষী ধোনি চরিত্রে।

জানা গেছে, ‘এমএস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি’ নামের ছবিটির জন্য যুতসই নায়িকা খুঁজতে গিয়ে হিমশিম খেয়েছেন নির্মাতারা। নীরাজ চেয়েছিলেন, খুব বেশি সাফল্য নেই এমন কাউকে নেবেন। স্ক্রিন টেস্ট ও মহড়ায় সুশান্তর সঙ্গে ২৩ বছর বয়সী কিয়ারার রসায়ন দেখে মনে ধরেছে তার। চলতি মাসের শেষ সপ্তাহে ছবিটির দৃশ্যায়ন শুরু হবে।

গত বছর ‘ফাগলি’র মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় কিয়ারার। তিনি সম্পর্কে বলিউড অভিনেত্রী জুহি চাওলার ভাতিজি।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।