ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

অক্ষয়-টুইংকেলের বিয়ের ভিডিও করেছিলেন আমির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
অক্ষয়-টুইংকেলের বিয়ের ভিডিও করেছিলেন আমির (বাঁ থেকে) অক্ষয় কুমার, টুইংকেল খান্না ও আমির খান

আমির খান নিখুঁত অভিনেতা, এটা সর্বজনস্বীকৃত। বলিউডের বেশিরভাগ তারকার সঙ্গেই তার সুসম্পর্ক।

তাদের জন্মদিন, বিয়ে, বিবাহবার্ষিকী-সহ নানান অনুষ্ঠানে অংশ নেন তিনি। শুধু তা-ই নয়, ৫০ বছর বয়সী এই অভিনেতা বিয়ের ভিডিও পর্যন্ত ধারণ করেছিলেন নিজের হাতে।

বিশ্বাস হচ্ছে না? তাহলে ফিরে যান ২০০০ সালে। ওই বছর ‘মেলা’ ছবিতে আমিরের সঙ্গে অভিনয় করেন টুইংকেল খান্না। এর পরের বছর অক্ষয় কুমারকে বিয়ে করেন তিনি। ঘরোয়া পরিসরে আয়োজিত ওই বিয়ের অনুষ্ঠানে স্বেচ্ছায় ভিডিওগ্রাফারের দায়িত্ব নিয়েছিলেন আমির। আমন্ত্রিত অতিথি হলেও প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করে রেখেছিলেন তিনি।  

গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) মুম্বাইয়ে টুইংকেলের লেখা প্রথম বই ‘মিসেস ফানিবোনস’-এর প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমির। এখানে সেই স্মৃতি রোমন্থন করেন বলিউডের এই সুপারস্টার। অনুষ্ঠানে টুইংকেলের বন্ধু করণ জোহর এবং মা ডিম্পল কাপাডিয়াও ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।