ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ভেনিস ফিল্ম মার্কেটে ‘বৃহন্নলা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
ভেনিস ফিল্ম মার্কেটে ‘বৃহন্নলা’ ‘বৃহন্নলা’র দৃশ্যে সোহানা সাবা

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রয়েছে ইউরোপের অন্যতম বড় ফিল্ম বাজার। এই ফিল্ম মার্কেটে অংশ নিচ্ছে মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’।

এর সুবাদে সমগ্র ইউরোপে ছবিটির জন্য বাজার তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে। এবারই প্রথম বাংলাদেশের কোনো ছবি ভেনিস ফিল্ম বাজারে যাচ্ছে।

ভেনিস উৎসবের ৭২তম আসর শুরু হচ্ছে আগামী ২ সেপ্টেম্বর। নিজেদের ছবি উৎসবে প্রদর্শন এবং বিপণনের বিষয়টি নিশ্চিত করার জন্য পৃথিবীর বাঘা পরিচালক-প্রযোজকরা এই আয়োজনের দিকে মুখিয়ে থাকেন।

‘বৃহন্নলা’ ইতিমধ্যে সিঙ্গাপুর, ইতালি, ভারতের দিল্লি ও জয়পুর-সহ দেশ-বিদেশে বেশ কয়েকটি ফিল্ম উৎসবে অংশ নিয়ে পেয়েছে সেরা ছবি, সেরা চিত্রনাট্য, সেরা অভিনেত্রীর পুরস্কার। সরকারি অনুদানপ্রাপ্ত ‘বৃহন্নলা’ প্রযোজনা করেছেন ফিল্ম হকার, সহযোগী প্রযোজনায় এটিএন বাংলা। এতে অভিনয় করেছেন ফেরদৌস, সোহানা সাবা, ইন্তেখাব দিনার প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।