ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

তাহসানের ‘পথ জানা নেই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
তাহসানের ‘পথ জানা নেই’ তাহসান

দিন কিবা রাত, ছোটার আকুল নেশা/ঝড় জলে মেটে না পীপাসা
ভোর খোঁজে মন ঘোর আঁধারে/জীবন কি জড়াবে শিখরে
এই পথ জানা নেই, পথে দিলাম পাড়ি/পথ ঠিকানা, পথে আমার বাড়ি...

এটি তাহসানের গাওয়া নতুন গান। থাকছে ‘মুসাফির’ ছবিতে।

এর টিজার আর পুরো গানের অডিও প্রকাশ হতেই দারুণ সাড়া পাচ্ছেন তিনি। জনপ্রিয় এই শিল্পী সাধারণত হালকা মেজাজের গান করেন। কিন্তু এবার পুরোপুরি রক ধাঁচের গান গাইলেন তিনি।  

গানটির কথা লিখেছেন আরজীন কামাল, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ। ছবিটির গানের অ্যালবাম প্রকাশ করবে টাইগার মিডিয়া। আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’-এ অভিনয় করেছেন আরিফিন শুভ, মারজান, মিশা সওদাগর, টাইগার রবি, শিমুল খান প্রমুখ।

* ‘পথ জানা নেই’ গানের টিজার :


* ‘পথ জানা নেই’ গানের অডিও :


বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।