ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ডালাসে যাচ্ছে মাইলস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
ডালাসে যাচ্ছে মাইলস

দল হিসেবে হাজার হাজার দর্শক-শ্রোতাকে মাতানোর বেলায় অন্যতম সফল ব্যান্ড মাইলস। শুধু দেশ নয়; কলকাতা, কানাডা, ইউরোপ, আমেরিকা- সবখানেই মাইলসের কনসার্ট মানে তরুণদের উন্মাদনা।

এবার তারা যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ডালাসে।

শহরটিতে বহু বছর আগে সংগীত পরিবেশন করতে গিয়েছিলো মাইলস। আগামী ৪ সেপ্টেম্বর ডালাসের প্লানো সেন্টারে হবে কনসার্টটি। এখানে ‘চাঁদ তারা সূর্য’, ‘পাহাড়ি মেয়ে’, ‘ধিকি ধিকি’, ‘জাদু’, ‘প্রথম প্রেম’, ‘ফিরিয়ে দাও আমার প্রেম’, ‘কতোকাল খুঁজবো তোমায়’, ‘হৃদয়হীনা’, ‘সে কোন দরদিয়া’, ‘পিয়াসী মন’- এমন জনপ্রিয় গান পরিবেশন করবে মাইলস। পাশাপাশি থাকবে তাদের নতুন অ্যালবাম ‘প্রতিচ্ছবি’র গান।

জানা গেছে, ডালাসের তরুণরা মাইলস উন্মাদনায় মেতে ওঠার প্রতীক্ষা গুনছে। ফেসবুকে এই কনসার্ট উপলক্ষে বানানো একটি পেজে তাদের মধ্যে কেউ কেউ নিজেদের অনুভূতি ভাগাভাগি করেছেন। অনুষ্ঠানে ব্যান্ডের সদস্যদের ছবি সংবলিত টি-শার্ট বিক্রির উদ্যোগও নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এমএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।