ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ঐশ্বরিয়া-আনুশকার সঙ্গে এবার সানি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
ঐশ্বরিয়া-আনুশকার সঙ্গে এবার সানি (বাঁ থেকে) ঐশ্বরিয়া রাই বচ্চন, সানি লিওন ও আনুশকা শর্মা

বলিউডে নিজের জায়গাটা ধীরে ধীরে পাকা করে ফেলছেন সানি লিওন। ইতিমধ্যে বেশ কয়েকটি হিট ছবি উপহার দিয়েছেন তিনি।

কিন্তু, নামি পরিচালকদের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়নি এখনও। তবে সেই আশা এবার পূরণ হয়ে যাবে এ তারকার। গুঞ্জন শোনা যাচ্ছে, করণ জোহরের মতো প্রথম সারির নির্মাতার পরবর্তী ছবিতে দেখা যাবে বলিউডের এই অভিনেত্রীকে।

টাইমস অফ ইন্ডিয়ার দেওয়া এক প্রতিবেদনে জানা যায়, করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে দেখা যেতে পারে ৩৪ বছর বয়সী এই অভিনেত্রীকে। ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন তিনি। এর আগেও অক্ষয় কুমারের ‘সিং ইজ ব্লিং’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সানি।

১৯৭৭ সালে বলিউডে মুক্তিপ্রাপ্ত ‘দুসরা আদমি’ ছবির রিমেক ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। আগামী বছর দিওয়ালিতে মুক্তি পাবে ছবিটি। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আনুশকা শর্মা। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে সানিকে।  

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।