ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

শুভ জন্মদিন

ছবিতে মাইকেল জ্যাকসনের স্মৃতি

বৃষ্টি শেখ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
ছবিতে মাইকেল জ্যাকসনের স্মৃতি

ছবি কথা বলে। বয়ে বেড়ায় স্মৃতি।

বিশেষ করে যে ছবিতে মাইকেল জ্যাকসন আছেন, সেটার তো মূল্য আরও বেশি! মাইকেল জ্যাকসনের জন্মদিনে দেখে নিন তার কিছু ছবি।

আমেরিকান টিভি তারকা এডি সুলিভানের সঙ্গে হাত মিলাচ্ছেন মাইকেল জ্যাকসন। ন্যাশনাল টেলিভিশন শো’তে প্রথমবার পারফরমেন্স করেছেন পাঁচ ভাইয়ের ব্যান্ড ‘জ্যাকসন ফাইভ’।

১৯৭১ সালের একটি শো’য়ে পারফরমেন্স করছেন ব্যান্ড ‘জ্যাকসন ফাইভ’। বাঁ থেকে (টিটো জ্যাকসন, মার্লোন জ্যাকসন, জ্যাকি জ্যাকসন, মাইকেল জ্যাকসন ও জারমেইন জ্যাকসন)

বাবা-মা, ও ভাইদের সঙ্গে মাইকেল জ্যাকসন। ১৯৭০ সালে ক্যালিফোর্নিয়ার তাদের বাড়িতে ছবিটি তোলা।

মাইকেল জ্যাকসন ও তার বোন জেনেট জ্যাকসন। ছবিটি ১৯৭২ সালে তাদের বাড়ি হলিউড হিলসে তোলা।  

পরিবারের সঙ্গে ক্যালিফোর্নিয়ার বাড়িতে ছবিটি তোলা।

‘জ্যাকসন ফাইভ’ ব্যান্ড তাদের তৃতীয় অ্যালবামের কপি হাতে নিয়ে ছবিটি তুলেছেন। ১৯৭০ সালে এই অ্যালব‍ামটি প্রচুর বিক্রি হয়েছিলো।   

১৯৭২ সালের ২৫ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে ‘সনি অ্যান্ড চের কমেডি আওয়ার’ অনুষ্ঠানে ছবিটি তোলা। বাঁ থেকে (টিটো জ্যাকসন, মার্লোন জ্যাকসন, মাইকেল জ্যাকসন, জ্যাকি জ্যাকসন ও জারমেইন জ্যাকসন)

১৯৭২ সালে লন্ডনে পালাডিয়ামে পারফরমেন্স করছেন মাইকেল জ্যাকসন।

১৯৮২ সালে মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’ অ্যালবামের জন্য ছবিটি তোলা হয়েছিলো।

১৯৮১ সালে মাইকেল জ্যাকসন তার প্রথম অ্যালবাম ‘অফ দ্য ওয়াল’ এর গান ‘ডোন্ট স্টপ টিল ইউ গেট এনাফ’এর জন্য আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে দুটি পুরস্কার জিতেছেন।

লন্ডনের মাদাম তুসোতে ১৯৮৫ সালে মাইকেল জ্যাকসনের মোমের মূর্তি উন্মোচন করা হয়।

১৯৯৩ সালে পপ সম্রাট মাইকেল জ্যাকসন তার অ্যালবাম ‘ডেঞ্জারাস’-এর প্রচারণার জন্য ব্যংকক গিয়েছেলেন সেখানেই ছবিটি তোলা।

‘মুনওয়াক’ করছেন মাইকেল জ্যাকসন।

একাধিক পুরস্কার পাওয়ার কারণে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে লাইফটাইম অ্যাচিভমেন্ট পেয়েছেন মাইকেল জ্যাকসন ছবিটি সে সময় তোলা।  

ঘনিষ্ঠবন্ধু লিজা মিন্নেলির সঙ্গে জ্যাকসন। ছবিটি ২০০২ সালে তোলা।

প্রেমিকা ব্রুক শিল্ডের সঙ্গে মাইকেল জ্যাকসন।

অস্কার অনুষ্ঠানে ম্যাডোনার সঙ্গে মাইকেল জ্যাকসন।

স্ত্রী লিসা ম্যারি প্রিসলির সঙ্গে রেস্টুরেন্টে মাইকেল জ্যাকসন।

দীর্ঘদিনের বন্ধু এলিজাবেথ টেলরের সঙ্গে জ্যাকসন।

আমেরিকার প্রধানমন্ত্রী রোল্যান্ড রিগান এবং ফাস্ট লেডি ন্যান্সি রিগানের সঙ্গে মাইকেল জ্যাকসন। ছবিটি হোয়াইট হাউজে তোলা।

দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রী নেলসন ম্যান্ডেলার সঙ্গে জ্যাকসন। ছবিটি ১৯৯৯ সালে নেলসন ম্যান্ডেলার বাড়িতে তোলা।

পপ সম্রাট তার আট মাস বয়সী ছেলে প্রিন্স মাইকেলের সঙ্গে। ছবিটি ২০০২ সালের ১৯ নভেম্বর জার্মানির অ্যাডলন হোটেলের বারান্দায় তোলা।

বোরখা দিয়ে মুখ ঢাকা মাইকেল জ্যাকসন ও তার ছেলে প্রিন্স মাইকেল। ছবিটি ২০০৬ সালে বাহরাইনের মানামায় তোলা।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।