ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

দুই দিনে আবু সাইয়ীদের ছয় ছবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
দুই দিনে আবু সাইয়ীদের ছয় ছবি আবু সাইয়ীদ

আয়োজন দুই দিনের। ছয়টি ছবি দেখানো হবে।

সবগুলোই আবু সাইয়ীদের। জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তিনি। শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে ৪ ও ৫ সেপ্টেম্বর দেখানো হবে ছবিগুলো। প্রদর্শনী শুরু হবে প্রতিদিন বিকেল ৩টা থেকে।

প্রথমদিন, ৪ সেপ্টেম্বর, বিকেল ৩টায় থাকবে ‘কিত্তনখোলা’, বিকেল ৫টায় ‘শঙ্খনাদ’ ও সন্ধ্যা ৭টায় ‘নিরন্তর’। শেষদিনও থাকবে ৩টি ছবি- বিকেল ৩টায় ‘বাঁশি’, ৫টায় ‘রূপান্তর’ ও সন্ধ্যা ৭টায় ‘অপেক্ষা’।

এছাড়া আবু সাইয়ীদের ছয়টি চলচ্চিত্র নিয়ে একটি ডিভিডি প্রকাশ করেছে জি-সিরিজ। উদ্বোধনী দিনে এটির মোড়ক উন্মোচন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান।

আবু সাইয়ীদ সম্প্রতি হাত দিয়েছেন তার নতুন ছবিতে। নাম ‘ড্রেসিং টেবিল’। ইমপ্রেস টেলিফিল্মসের ব্যানারে নির্মিত এ ছবিটির কাজ প্রায় শেষের দিকে। এর আগে সর্বশেষ ২০১০ সালে মুক্তি পেয়েছিলো তার ‘অপেক্ষা’।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।