ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

এক টেকে শাহরুখ-কাজলের পুরো গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এক টেকে শাহরুখ-কাজলের পুরো গান কাজল ও শাহরুখ খান

তারা বলিউডের প্রিয় পর্দা জুটি, তাই পাঁচ বছর পর একত্র হওয়ায় খবরের শিরোনামে বারবার আসছেন শাহরুখ খান ও কাজল। তাদেরকে এবার দেখা যাবে রোহিত শেঠির ‘দিলওয়ালে’ ছবিতে।

চমকপ্রদ তথ্য হলো, এর একটি গানের ধারণকাজ হবে এক টেকে!

শাহরুখ ও কাজলকে নিয়ে গানটির চিত্রায়নের জন্য পুরো ইউনিট গেছে আইসল্যান্ডে। সেখানে কালো বালি আর সাগরের ঢেউয়ের সাদা ফেনার সম্মিলনকে ব্যবহার করা হবে প্রেমের গানটির জন্য। এর নৃত্য পরিচালনা করবেন ফারাহ খান। সবাই মিলে আইসল্যান্ডে থাকবেন ১২ দিন।  

শাহরুখ-কাজলের পাশাপাশি ‘দিলওয়ালে’ ছবিতে অভিনয় করছেন বরুণ ধাওয়ান ও কৃতি স্যানন। এটি মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর। প্রযোজনায় শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও রোহিত শেঠি প্রোডাকশন্স।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।