ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

মধুচন্দ্রিমার জন্য লন্ডনে যাবেন শহিদ-মীরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
মধুচন্দ্রিমার জন্য লন্ডনে যাবেন শহিদ-মীরা মীরা রাজপুত ও শহিদ কাপুর

গত ৭ জুলাই দিল্লীর মেয়ে মীরা রাজপুতের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেতা শহিদ কাপ‍ুর। কিন্তু মধুচন্দ্রিমার জন্য তারা এখনও কোথাও যাননি।

কেননা বিয়ের পরেই শহিদ ব্যস্ত হয়ে পড়েছিলেন নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ঝলক দিখলা জা’ এবং ছবির কাজ নিয়ে। অবশেষে কাজ থেকে কিছুদিনের বিরতি নিচ্ছেন তিনি।

সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার দেওয়া এক প্রতিবেদনে জানা যায়, ঝলক দিখলা জা’ থেকে ১৫ দিনের বিরতি নিচ্ছেন ৩৬ বছর বয়সী এই অভিনেতা। কেননা স্ত্রী মীরাকে নিয়ে মধুচন্দ্রিমার জন্য লন্ডনে পাড়ি দিবেন তিনি।

শহিদ এখন ব্যস্ত সময় পার করছেন তার নতুন ছবি ‘শানদার’-এর কাজ নিয়ে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন আলিয়া ভাট। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ২২ অক্টোবর।   

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।