ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

প্রেমিকের জন্য আমেরিকা সফর পাল্টে দিলেন রিচা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
প্রেমিকের জন্য আমেরিকা সফর পাল্টে দিলেন রিচা রিচা চাড্ডা

ভিনদেশি প্রেমিক। দেখা মেলাই ভার।

তাই তার সঙ্গে সময় কাটাতে নিজের সফরসূচিই পাল্টে ফেললেন রিচা চাড্ডা! কয়েকদিন আগেই পিছিয়ে দিলেন তার আমেরিকান সফর। কিছুদিন আগে ফরাসি অভিনেতা-পরিচালক ফ্র্যাঙ্ক গাস্তামবাইডের সঙ্গে নিজের সেলফি তুলে টুইট‍ারে পোস্ট করেছিলেন রিচা। তারপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে শুরু হয় গুঞ্জন।

সম্প্রতি একটি চলচ্চিত্রোৎসবে যোগ দিতে সান ফ্র্যান্সিসকো গিয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী। রোববার দেশে ফেরার কথা ছিলো তার। কিন্তু ফ্র্যাঙ্কের সঙ্গে সময় কাটাবেন বলে ফেরা স্থগিত রেখে সোজা লস অ্যাঞ্জেলেসে পাড়ি দিয়েছেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী। ফ্র্যাঙ্কও সেখানে হাজির একটি ফরাসি ছবির প্রদর্শনী উপলক্ষে।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।