ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

তিশার গল্পে তিশা-ই নায়িকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
তিশার গল্পে তিশা-ই নায়িকা তিশা / ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘এ প্লাস বি’ নামে নতুন একটি ছবিতে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা। এমনটিই শোনা গিয়েছিলো।

এটাও জানা গিয়েছিলো, ছবিটিতে তিশার সঙ্গে আরিফিন শুভ অভিনয় করবেন। তবে নির্মাতা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার বক্তব্য অনুযায়ী, শুভ নয়। ছবিটিতে তিশার নায়ক হবেন অন্য কেউ।

‘এ অন্য কেউ’ আসলে কে, সেটি নিয়ে আলোচনা করতে গিয়ে জানা গেলো অন্য তথ্য। ‘এ প্লাস বি’ ছবির গল্প নাকি তিশার নিজের! প্রযোজক আরশাদ আদনান বাংলানিউজকে বলছেন, ‘তিশা ভাবী আমাকে গল্পটি বলেছিলেন। সেটি মাথায় নিয়েছি আমরা। পরিচালকের সঙ্গেও গল্পটি নিয়ে আলোচনা হয়েছে। সবারই দারুণ পছন্দ। ’

তবে চিত্রনাট্য তিশা লিখছেন না। লিখছেন আব্দুল্লাহ জহির বাবু। আরশাদ আদনান জানাচ্ছেন, বাবুর সঙ্গে গল্পটি নিয়ে তিশার তিনবার মিটিং হয়ে গেছে ইতোমধ্যেই। শেষ মুহূর্তে তিশা গল্পে কিছু পরিবর্তন এনেছেন। সেটি নিয়েই কাজ হচ্ছে এখন।

আসছে নভেম্বরে দৃশ্যধারণ শুরু হবে। কাজ হবে পাবনা ও কুষ্টিয়া সীমান্তবর্তী এলাকায়। ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত ‘এ প্লাস বি’তে শাকিব খানই অভিনয় করবেন।
প্রযোজক-পরিচালকের বক্তব্যে এমনটিই আঁচ পাওয়া যাচ্ছে। সেটি যদি হয়, তাহলে ‘এ প্লাস বি’ হবে শাকিব-তিশা জুটির দ্বিতীয় ছবি। প্রথম ছবি ‘মেন্টাল’ এখনও মুক্তি পায়নি। পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। ‘এ প্লাস বি’র নির্মাতাও তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
এম/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।