ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

দিয়া মির্জা এখন ঢাকায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
দিয়া মির্জা এখন ঢাকায় দিয়া মির্জা

বলিউড অভিনেত্রী দিয়া মির্জা এখন ঢাকায়। রাজধানীর হোটেল র‌্যাডিসনের বলরুমে আজ শুক্রবার (২১ আগস্ট) রাতে ‘দি লাস্ট্রাস রানওয়ে’ শীর্ষক ফ্যাশন শোতে শোস্টপার হিসেবে অংশ নেবেন ৩৩ বছর বয়সী এই তারকা।

তিনিই এই আয়োজনের মূল আকর্ষণ।

আয়োজকরা জানান, এটি ‘দি লাস্ট্রাস রানওয়ে’র ষষ্ঠ আয়োজন। এ উপলক্ষে ফেসবুকে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতামূলক প্রচারণা। এতে বিজয়ীরা ফ্যাশন শো শেষে ছবি তোলার সুযোগ পাবেন দিয়ার সঙ্গে।

পন্ডস লাস্ট্রাস রানওয়েতে অংশ নিতে এর আগে পর্যায়ক্রমে ঢাকায় এসেছিলেন বলিউডের তিন অভিনেত্রী নেহা ধুপিয়া, সোহা আলি খান ও মালাইকা অরোরা খান।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।