ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘আশিকি’র নতুন গানের বিরুদ্ধে নকলের অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
‘আশিকি’র নতুন গানের বিরুদ্ধে নকলের অভিযোগ নুসরাত ফারিয়া ও অঙ্কুশ

নুসরাত ফারিয়ার প্রথম ছবি ‘আশিকি’র গানের বিরুদ্ধে কথা ও সুর নকলের অভিযোগ উঠেছে। গত ২০ আগস্ট ইউটিউবে প্রকাশিত ‘মেয়েদের মন বোঝা’ শিরোনামের গানটির সঙ্গে বলিউডের ‘হাম তুম’ (২০০৪) ছবির ‘লাড়কি কিউ না জানে কিউ’ গানের অনেক মিল রয়েছে বলে মন্তব্য সংগীতপ্রেমীদের।



‘মেয়েদের মন বোঝা’ গানটির সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি এটি গেয়েছেন ওপার বাংলার শিল্পী স্যাভি। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কনা। এর কথা লিখেছেন প্রসেন। গানটির ভিডিওতে নুসরাত ফারিয়ার সঙ্গে নেচেছেন ও ঠোঁট মিলিয়েছেন ওপারের অভিনেতা অঙ্কুশ। অন্যদিকে সাইফ আলি খান ও রানী মুখার্জি অভিনীত গানটি গেয়েছেন অলকা ইয়াগনিক ও শান। এর কথা লিখেছেন জাভেদ আখতার, সুর করেছেন যতিন-ললিত।

গান দুটি শুনলেই কথা ও সুরে মিল খুঁজে পাওয়া যায়। দুটি গানের বিষয়বস্তুও একই। মেয়েদের নিয়ে ছেলেদের ভাবনা আর ছেলেদের নিয়ে মেয়েদের ভাবনা তুলে ধরা হয়েছে দুটিতেই।

‘আশিকি’ পরিচালনা করেছেন অশোক পাতি ও আবদুল আজিজ। এটি যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও এস্কে মুভিজ। আগামী কোরবানির ঈদে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

* ‘মেয়েদের মন বোঝা’ গানের ভিডিও :


* ‘লাড়কি কিউ না জানে কিউ’ গানের ভিডিও :


বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।