ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

১১ বছর পর ছাড়াছাড়ি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
১১ বছর পর ছাড়াছাড়ি মেগান ফক্স ও ব্রায়ান অস্টিন গ্রিন

বিয়েটা পাঁচ বছরের, তবে ব্রায়ান অস্ট্রিন গ্রিনের সঙ্গে ১১ বছর ধরে দিব্যি সময় কাটিয়ে দিচ্ছিলেন মেগান ফক্স। তবে এখন আর স্বামীর সঙ্গে তার মনের মিল নেই।

তাই হলিউডের এই দুই তারকার ছাড়াছাড়ি হয়ে গেলো।

গতকাল শুক্রবার (২১ আগস্ট) যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেস আদালতে বিচ্ছেদের জন্য আবেদন করেছেন মেগান। ডিভোর্স চাওয়ার কারণ হিসেবে মতের অমিলকেই উল্লেখ করেছেন ‘ট্রান্সফরমার্স’ তারকা। অবশ্য এর আগেই তাদের আলাদা থাকার বিষয়টি জানাজানি হয়ে গেছে সংবাদমাধ্যমে। ইউএস ম্যাগাজিনকে একটি সূত্র জানিয়েছে, ছয় মাস আগেই এই সংসারে ভাঙন ধরেছে। তাদেরকে গত ৯ জুনের পর আর একসঙ্গে দেখা যায়নি। এ ক্ষেত্রে মেগানের ব্যস্ত ক্যারিয়ারকেই দায়ী করা হচ্ছে।

২০০৪ সালে ‘হোপ অ্যান্ড ফেইথ’ টিভি সিরিজে কাজ করতে গিয়ে অস্টিন গ্রিনের সঙ্গে মেগানের পরিচয়। তখন তার বয়স ১৮ বছর, ব্রায়ানের ৩০। ২০১০ সালে তারা বিয়ের বন্ধনে জড়ান। তাদের দুই ছেলেমেয়ে আছে। তারা হলো নোয়া গ্রিন ও বোডি গ্রিন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।