ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

১১ সেপ্টেম্বর ক্ষুদে গানরাজ মহোৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
১১ সেপ্টেম্বর ক্ষুদে গানরাজ মহোৎসব

শিশুদের সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠান ‘ক্ষুদে  গানরাজ’-এর সেরা ৭ প্রতিযোগী জায়গা করে নিলো গ্র্যান্ড ফিনালেতে। এ সাতজনকে নিয়ে আগামী ১১ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে মহোৎসব।

তারা হলো- অর্পিতা, পুস্পিতা, পায়েল, মাহিন, মহারাজা, বিজলী ও রাফতি।

এই প্রতিযোগিতার টিভি অনুষ্ঠানের পরিচালক ইজাজ খান স্বপন জানান, গ্র্যান্ড ফিনালের আগে প্রধান দুই বিচারক ফেরদৌস আরা ও এস আই টুটুলের সামনে শেষবার শ্রেষ্ঠত্ব প্রমাণের শেষ সুযোগ পেয়েছে শিশুরা। সাতজনকে নিয়ে শেষ লড়াইয়ের পর্বটি চ্যানেল আইতে প্রচার হবে আগামীকাল মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮টায়।

অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সিজিল মির্জা ও আনিকা। চ্যানেল আইয়ের এই আয়োজনে সহযোগিতা করছে বুস্টার এনার্জি বিস্কুট।

বাংলাদেশ সময় : ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।