ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বেড়াতে গেছেন, কিন্তু কাজ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
বেড়াতে গেছেন, কিন্তু কাজ চলছে নওশীন / ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাসখানেকের জন্য নওশীন গেছেন মার্কিন মুলুকে। নিউইয়র্কে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।

অভিনয়টা তাই একেবারেই বন্ধ। কিন্তু থেমে নেই উপস্থাপনা। নওশীন আবার রেডিও উপস্থাপনায় ফিরেছেন, সপ্তাহে এক-দু’দিন রেডিওতে তার কণ্ঠ শোনা যাচ্ছে; সেটা তো অনেকে জানেন-ই। নিউইয়র্কে বসে সরাসরি ঢাকা এফএম-এর ‘নেপথ্যে নওশীন’ অনুষ্ঠানটি চালিয়ে যাচ্ছেন তিনি।

দুই ঘণ্টা ব্যাপীর এ অনুষ্ঠানটি নওশীন একাই উপস্থাপনা করেন। শুরু হয় রাত ১১টায়, শেষ ১টায়। প্রতি রবিবার। নিউইয়র্ক থেকে নওশীন বাংলানিউজকে বলছেন, ‘বাংলাদেশের এফএম-ইতিহাসে এটা প্রথম। ’ জানাচ্ছেন, এর আগে কখনও সমুদ্র ডিঙিয়ে, বিদেশে বসে উপস্থাপক কথা বলছেন, আর ঢাকার স্টুডিও থেকে সেটি সরাসরি প্রচার হচ্ছে; এমনটা ঘটেনি।

পারিবারিক ছুটি কাটিয়ে নওশীন দেশে ফিরবেন ৭ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।