ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘জাজবা’র ট্রেলারে মরিয়া ঐশ্বরিয়া! (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
‘জাজবা’র ট্রেলারে মরিয়া ঐশ্বরিয়া! (ভিডিও) ‘জাজবা’র দৃশ্যে ঐশ্বরিয়া রাই বচ্চন

এ ছবির মাধ্যমেই পাঁচ বছর পর রূপালি পর্দায় প্রত্যাবর্তন করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তাই ‘জাজবা’র ট্রেলারও ছিলো বহু প্রতীক্ষিত।

অবশেষে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) অনলাইনে উন্মুক্ত হলো ট্রেলারটি। এটা দেখে বোঝা গেছে, গোটা ছবিতে মরিয়া হয়েই থাকবেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী!

প্রশ্ন হলো, কীসের জন্য মরিয়া? উত্তর- মেয়েকে ফিরে পেতে। গল্পে দেখা যাবে- মেয়েকে অপহরণ করে সফল আইনজীবী অনুরাধা ভার্মাকে (ঐশ্বরিয়া) দিয়ে কুখ্যাত এক অপরাধীকে ছাড়িয়ে আনার চেষ্টা করছে অন্ধকার জগতের মানুষজন। মেয়েকে ফিরে পাওয়ার জন্য কি দাগী আসামীকে মুক্ত করতে আদালতে লড়বেন তিনি? এর মধ্যে হাজির হন চাকরিচ্যুত এক পুলিশ কর্মকর্তা। এ চরিত্রে অভিনয় করেছেন ইরফান খান। তার মুখে দারুণ কিছু সংলাপ রয়েছে ট্রেলারে।

সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘জাজবা’য় আরও অাছেন শাবানা আজমি ও জ্যাকি শ্রফ। ছবিটি মুক্তি পাবে আগামী ৯ অক্টোবর।

সর্বশেষ ২০১০ সালে ‘গুজারিশ’-এ অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া। ধারণা করা হচ্ছে, প্রত্যাবর্তনের ছবিতে একটি গানও গাইবেন ৪১ বছর বয়সী এই তারকা।

* ‘জাজবা’ ছবির ট্রেলার :


বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।