ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

‘প্রাণের খেলা’য় সুবীর নন্দী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
‘প্রাণের খেলা’য় সুবীর নন্দী সুবীর নন্দী

‘আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি’, ‘এক যে ছিলো সোনার কন্যা’, ‘কতো যে তোমাকে বেসেছি ভালো’, ‘হাজার মনের কাছে প্রশ্ন রেখে’, ‘দিন যায় কথা থাকে’- এমন অনেক জনপ্রিয় গানের শিল্পী সুবীর নন্দী। আধুনিক গানের পাশাপাশি শাস্ত্রীয় সঙ্গীত, ভজন, কীর্তন এবং পল্লীগীতিতেও পারদর্শী তিনি।

বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে নিয়মিত গানের আসর ‘প্রাণের খেলা’য় এবার রাগাশ্রয়ী বাংলা গান পরিবেশন করবেন জনপ্রিয় এই শিল্পী।

বেঙ্গল শিল্পালয়ে (বাড়ি ৪২, সড়ক ২৭, শেখ কামাল সরণি, ধানমণ্ডি, ঢাকা) আগামী ২৯ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে এই সংগীতানুষ্ঠান। এই আয়োজনে সুবীর নন্দী ছাড়াও গাইবেন অনুষ্ঠানে গাইবেন ফারহানা কান্তা। ‘প্রাণের খেলা’ সবার জন্য উন্মুক্ত।

বাংলাদেশ সময় : ১৭৩০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।