ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বিচারের দাবিতে সালমান শাহ ভক্তদের মানববন্ধন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
বিচারের দাবিতে সালমান শাহ ভক্তদের মানববন্ধন

দেশীয় চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা জজ আদালতের সামনে মানববন্ধন করেছে তার ভক্তরা। আজ মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এখানে ছিলেন তারা।

এটি সমন্বয় করেছে ফেসবুক ভিত্তিক সংগঠন সালমান শাহ স্মৃতি সংসদ।

সালমান হত্যা মামলায় মঙ্গলবার র‌্যাবের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিলো। তবে এই প্রতিবেদন আদালতে জমা পড়বে আগামী ২৯ আগস্ট। ওইদিন আরও বড় আকারে ভক্তরা আবার মানববন্ধন করার কথা জানিয়েছে।

জানা গেছে, র‌্যাবের প্রতিবেদনে যদি আত্মহত্যার কথাই উল্লেখ করা হয় তাহলে আগামী ৬ সেপ্টেম্বর সালমানের মৃত্যুবার্ষিকীতে সারাদেশের ভক্তদের নিয়ে হবে মানববন্ধন। তাদের দাবি, ‘সালমান আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। ’

১৯৯৩ সালের ৬ সেপ্টেম্বর সালমানের মৃত্যু হয়। প্রিয় নায়কের অকালপ্রয়াণের শোকে সে সময় তার কিছুসংখ্যক ভক্ত আত্মহত্যাও করেন!

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এমএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।