ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আনজাম মাসুদের ছক্কা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
আনজাম মাসুদের ছক্কা! আনজাম মাসুদ / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২০০৯ সালে প্রথমবার, এরপর আরও চারবার বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘আনন্দমেলা’ উপস্থাপনা করেছেন আনজাম মাসুদ। আবার এই দায়িত্ব পেলেন তিনি।

আগামী কোরবানির ঈদে ষষ্ঠবারের মতো এই আয়োজনে উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে।   এর গ্রন্থনা ও পরিকল্পনা করছেন তিনিই।

শিগগিরই বিটিভির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠানটির দৃশ্যধারণ হবে। প্রযোজনা করবেন সারোয়ার মিয়া। বিটিভিতে ঈদের দিন রাত ১০টার সংবাদের পর প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’।

‘আনন্দমেলা’ উপস্থাপনা প্রসঙ্গে আনজাম মাসুদ বলেছেন, ‘বিটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানটি উপস্থানা করা একটি চ্যালেঞ্জিং বিষয়। আমি দর্শকের কথা মাথায় রেখেই কাজটি করতে চাই। যদিও হাতে সময় পাচ্ছি খুব কম। বরাবরের মতো দেশীয় সংস্কৃতির জয়গানই থাকবে আমাদের এই আয়োজনে। ’

বাংলাদেশ সময় : ১২৪৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।