ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

দুই দিন ধরে নান্দীমুখের রঙ্গমেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
দুই দিন ধরে নান্দীমুখের রঙ্গমেলা ‘তবুও মানুষ’ নাটকের দৃশ্য

মঞ্চনাটকের দল নান্দীমুখ পূর্ণ করেছে পথ চলার ২৫ বছর। এ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে দলটি।

আগামীকাল (২৮ আগস্ট) থেকে শুরু হচ্ছে তৃতীয় আয়োজন। দুই দিন ধরে চলবে এটি।

শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে ওইদিন দলটি মঞ্চায়ন করবে নাটক ‘উর্ণাজাল’। এটি লিখেছেন বাকার বকুল, নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির। এদিনের নাট্য প্রদর্শনী উদ্বোধন করবেন রোকেয়া রফিক বেবী। অতিথি হিসেবে থাকবেন নাট্যজন আতাউর রহমান।

পরদিন ২৯ আগস্ট, মঞ্চস্থ হবে নাটক ‘তবুও মানুষ’। রচনা ও নির্দেশনায় অভিজিৎ সেনগুপ্ত। এদিনের নাট্য প্রদর্শনী উদ্বোধন করবেন সৈয়দ জামিল আহমেদ। প্রতিটি প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭টায়।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।