ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বন্ধ হয়ে গেলো ‘ম্যান অফ স্টিল টু’ ছবির কাজ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
বন্ধ হয়ে গেলো ‘ম্যান অফ স্টিল টু’ ছবির কাজ!

চিরতরে কি তবে বন্ধ হয়ে গেলো ‘ম্যান অফ স্টিল টু’-এর কাজ? শোনা যাচ্ছে, পরিচালক জর্জ মিলারকে ছবির কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আবার কবে কাজ শুরু হবে, তা নিয়ে এখনও কোনোও তথ্য জানানো হয়নি জর্জকে।

কাজেই ছবিটি আদৌ শেষ হবে কি না, তা নিয়েই সংশয় দেখা দিয়েছে।

এখন হয়তো ব্যাটম্যানের ‘সোলো’ সিরিজের দিকে মন দিতে চাইছে প্রযোজনা সংস্থা ‘ডিসি কমিকস সিনেম্যাটিক ইউনিভার্স’। তাই সুপারম্যান নিয়ে এখনই এগোতে চাইছে না তারা। তবে অনেকেই আবার মনে করছেন, সুপারম্যান গল্পকে নতুনভাবে লেখার জন্য চিত্রনাট্যকারদের সময় দিতে চাইছেন প্রযোজকরা।  

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।