ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

এক গানের জন্য কঙ্গনা-ইমরানের ২৪ ঘণ্টা চুম্বন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এক গানের জন্য কঙ্গনা-ইমরানের ২৪ ঘণ্টা চুম্বন

কিছুদিন পরেই মুক্তি পাবে কঙ্গনা রনৌত ও ইমরান খানের পরবর্তী ছবি ‘কাট্টি বাট্টি’। রোমান্টিক-কমেডি ঘরানার ছবিটিতে ‘লিপ টু লিপ কিসিয়া’ গানের জন্য ২৪ ঘণ্টা একে অপরকে চুম্বন করেছেন তারা।



জানা গেছে, গানটির জন্য আট ঘণ্টা করে তিন দিন দৃশ্যধারণে অংশ নিয়েছেন এই জুটি। ভারতের ইতিহাসে প্রথমবারের মতো ‘স্টপ মোশন’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে গানটিতে। তাও এমন গানে, যেখানে নায়ক নায়িকাকে বারবার চুমু খেতে হলো। তবে ছবির মুখপাত্র জানিয়েছেন, ‘কঙ্গনা-ইমরান দু’জনেই পেশাদার, এ দৃশ্যধারণ করতে তাদের কোনোও অসুবিধা হয়নি। ’

নিখিল আদভানী পরিচালিত ‘কাট্টি বাট্টি’ ছবিটি মুক্তি পাবে আগামী ১৮ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।