ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আজ সুমাইয়া শিমুর বিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
আজ সুমাইয়া শিমুর বিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে সুমাইয়া শিমু

সুখবরটা এলো দুপুরের দিকে। সুমাইয়া শিমু ফোন করে জানালেন, তার বিয়ে।

আজই (২৮ আগস্ট)। সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর, একেবারে শেষ মুহূর্তে এসে, বিয়ের খবরটা প্রকাশ করলেন শিমু। বরের নাম নজরুল ইসলাম। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালে কাজ করেন তিনি। নজরুল ইসলাম আছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর হিসেবে।

সুমাইয়া শিমু জানিয়েছেন, পারিবারিকভাবেই বিয়েটা হচ্ছে। আজ সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হবে।

আংটি বদল হয়েছে অবশ্য আরও আগে। রোজার ঈদের পরদিনই। আর গত বুধবার হলো গায়ে হলুদ। শনিবার, বিয়ের পরদিন, শিমু-নজরুলের বউভাতের অনুষ্ঠান হবে নিকুঞ্জের হোটেল লা মেরিডিয়ানে।

দীর্ঘদিন ধরে সুমাইয়া শিমু অভিনয়ে অনিয়মিত ছিলেন। কাজ প্রায় করছিলেনই না বলা চলে। ব্যস্ত ছিলেন পড়াশুনা নিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে পিএইচডি করছেন।


বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।